ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে ৩৪৯ রানের বিশ্ব রেকর্ড, অভিষেকের ২৮ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
টি-টোয়েন্টিতে ৩৪৯ রানের বিশ্ব রেকর্ড, অভিষেকের ২৮ বলে সেঞ্চুরি ফাইল ছবি

গত মাসেই গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই রেকর্ড টিকল না বেশিদিন।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান তুলে টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ল বারোদা। ইন্দোরে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা জয় পেয়েছে ২৬৩ রানের বিশাল ব্যবধানে।

২০ ওভারের ইনিংসে সবমিলিয়ে ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন বারোদার ব্যাটাররা। যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড। এর মধ্যে ১৫ ছক্কা ও ৫ চারে ৫১ বলে অপরাজিত ১৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভানু পানিয়া।  

দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিংয়ে দাপুটে শুরুতে পাওয়ার প্লেতেই ১০৮ রান তোলে বারোদা। শাশ্বত ৪৩ রানে ফিরলেও ১৭ বলে ৫৩ রান করেন অভিমন্যু। এরপর শিভালিক শর্মা (৫৫) ও বিষ্ণু সোলাঙ্কিও (৫০) ফিফটি তুলে নেন।

সিকিমের হয়ে সবচেয়ে খরুচে বোলার ছিলেন রোশান কুমার। ৪ ওভারে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ খরুচে বোলিং ফিগার।  

সাড়ে তিনশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাত্তাই পায়নি সিকিম। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রানের বেশি করতে পারেনি তারা। বারোদার হয়ে দুটি করে উইকেট নেন নিনাদ আশভিনকুমার ও মাহেশ পিথিয়া। এছাড়া একটি করে শিকার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া, অতীত সেথ ও অভিমন্যুর।

এদিকে মুশতাক আলী ট্রফিতে আজ আরও একটি রেকর্ডের দেখা মিলেছে। মেঘালয়ার বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেন পাঞ্জাবের অভিষেক শর্মা। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। এর আগে গত ২৭ নভেম্বর একই টুর্নামেন্টে ২৮ বলে সেঞ্চুরি হাঁকান গুজরাটের উরভিল প্যাটেলও।  

মেঘালয়ের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য ৯.৩ ওভারেই পেরিয়ে যায় পাঞ্জাব। তাড়া করতে নেমে ২৯ বলে ৮ চার ও ১১ ছক্কায় ১০৬ রানের দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষেক।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।