ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাহুলের জন্য নিজের জায়গা ছেড়ে দিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
রাহুলের জন্য নিজের জায়গা ছেড়ে দিলেন রোহিত

প্রশ্নটা বেশ বড়ই ছিল। অ্যাডিলেইড টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতের হয়ে ওপেন করবেন কে? এনিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনাকল্পনা।

তবে জবাবটা এক লাইনেই দিলেন রোহিত শর্মা। লোকেশ রাহুলের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি তিনি।

পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে রোহিত খেলেননি ব্যক্তিগত কারণে। তার জায়গায় সেই ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ২৯৫ রানের অবিস্মরণীয় জয় এনে দেন জাসপ্রিত বুমরাহ। অ্যাডিলেইডে অবশ্য নেতৃত্বের ভার আবার ফিরছে রোহিতের কাঁধে। তবে চিরাচরিতভাবে ওপেন করতে দেখা যাবে না তাকে।

দিবা-রাত্রির ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘অ্যাডিলেইডে রাহুল ওপেন করবে। আমি মিডল অর্ডারে কোথাও ব্যাট করব। প্রথম টেস্টে যেভাবে সে ব্যাট করেছে এবং জয়সওয়ালের সঙ্গে তার জুটিটি জয়ের ভিত গড়ে দিয়েছিল। ভারতের বাইরে সে যেভাবে ব্যাট করে, তাতে সেই জায়গাটা তার প্রাপ্য। এটা খুবই সহজ সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগতভাবে (ব্যাটার হিসেবে) সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, তবে দলের জন্য এটা সহজ সিদ্ধান্ত। ’

টেস্ট ক্যারিয়ারে শুরুর পাঁচ বছরের বেশিরভাগ সময় মিডল অর্ডারে খেলেছেন রোহিত। ২০১৯ সাল থেকে ওপেন করা শুরু করেন ডানহাতি এই ব্যাটার। টানা ৬৪ ইনিংসে ওপেন করার পর ছেদ পড়তে যাচ্ছে সেই ধারাবাহিকতায়।

এদিকে আগামীকাল থেকে শুরু হবে অ্যাডিলেইড টেস্ট। একাদশে পরিবর্তন আসবে দুই দলেরই। দেবদুত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের জায়গা নিতে যাচ্ছেন রোহিত শর্মা ও শুভমান গিল। যদিও এখনো একাদশ ঘোষণা করেনি ভারত। তবে সাইড স্ট্রেইনের ইনজুরিতে ছিটকে পড়া জশ হ্যাজেলউডের জায়গায় অস্ট্রেলিয়ার একাদশে দেখা যাবে স্কট বোল্যান্ডকে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।