ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর জয়ে সিরিজ শেষ করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
রোমাঞ্চকর জয়ে সিরিজ শেষ করল জিম্বাবুয়ে

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের দখলে নিতে পারেনি জিম্বাবুয়ে। তবে ওয়ানডের শুরুটা যেমন করেছে, তেমনি টি-টোয়েন্টির শেষটাও করেছে জয় দিয়ে।

আজ শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। টপ অর্ডারে তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারেও কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি। তবে তাদের ছোট ছোট ইনিংসে একশ পার করে সফরকারীরা। সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক আগা সালমানের ব্যাট থেকে। এছাড়া তাইয়াব তাহির ২১, কাসিম আকরাম ২০ ও আরাফাত মিনহাস ২২ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৫ রান খরচে নেন দুটি উইকেট। এছাড়া একটি করে শিকার ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তিনোতেন্দা মাপোসা ও রায়ান বার্লের।
ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে বেশ চাপেই রাখেই পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১২ রান। প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে তা সহজ করে দেন মাপোসা। যদিও শেষ দুই রান নিতে আরও তিন বল লাগে স্বাগতিকদের।  ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি তিনটি ও জাহানাদ খান দুটি উইকেট শিকার করেন।  

জিম্বাবুয়ে সান্ত্বনার জয় পেলেও পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতে তারা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।