ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাটকিনসনের হ্যাটট্রিক, পাহাড়সম লিডে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
অ্যাটকিনসনের হ্যাটট্রিক, পাহাড়সম লিডে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে।

তাতে জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে এটিই প্রথম হ্যাটট্রিক।

৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায়। ব্রাইডন কার্স প্রথমে টম ব্লান্ডেলকে আউট করেন, এরপর পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে এলবিডব্লিউ করেন। গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ কিছু রান যোগ করলেও, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইনিংস দ্রুত শেষ হয়ে যায়।

অ্যাটকিনসন ও কার্স দুজনেই শিকার করেন ৪ উইকেট। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে। জ্যাক ক্রলি দ্রুত আউট হলেও বেথেল-ডাকেট নিউজিল্যান্ডের বোলারদের ভোগাতে থাকেন। দুজনের জন্য আক্ষেপ হলো সেঞ্চুরির স্বাদ তারা পাননি। ডাকেট ৯২ ও বেথেল ৯৬ রানে আউট হন

দিনের শেষ ভাগে জো রুট ও হ্যারি ব্রুক (৫৫) আরও একবার নিউজিল্যান্ডের জন্য অস্বস্তিতে। রুট ৭৩ রানে অপরাজিত থাকেন, তার ৩৬তম টেস্ট শতক তুলে নেওয়ার সম্ভাবনা রেখে। ব্রুকও গতিতে রান করেন, যা ইংল্যান্ডের লিড আরও বাড়িয়ে দেয়। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করে সফরকারীরা। রুটের সঙ্গে ৩৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪

এএইচেস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।