ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশিদের ট্রলের শিকার জয় শাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশিদের ট্রলের শিকার জয় শাহ

ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ঠিক উল্টো চিত্র।

সিলেটের মাটিতে সিরিজের তিন ম্যাচ জিতে বাংলাদেশকেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে আইরিশরা।  

সফরকারীদের এমন সাফল্যে তাদের সমর্থকদের উচ্ছ্বসিত হওয়া স্বাভাবিক। তবে সেই উচ্ছ্বাস যদি ছুঁয়ে যায় আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও, তা অবাক করার মতোই ব্যাপার বটে। এই ডিসেম্বরের প্রথম দিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এর সদ্য সাবেক সচিব জয় শাহ আইসিসির দায়িত্ব নিয়েছেন। এরপর দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন তিনি। তৃতীয়টি বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নিয়ে।

গতকাল এক ফেসবুক পোস্টে আয়ারল্যান্ড নারী দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন জয় শাহ। যেখানে আইরিশ মেয়েদের ঐতিহাসিক শিরোপা উৎসব নিয়ে করা আইসিসির একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, 'সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতায় আয়ারল্যান্ড নারী দলকে অভিনন্দন। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জেতার পর তাদেরকেই ৩-০ ব্যবধানে হারিয়েছে আইরিশরা। '

এদিকে জয় শাহর ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ক্রিকেটভক্তরা নানান মন্তব্য করছেন। কেউ কেউ জয় শাহকে মনে করিয়ে দিয়েছেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেটির কথা যেন বেমালুম ভুলে গেছেন জয় শাহ। ভারতকে শুভকামনা জানিয়ে দেওয়া পোস্টের পর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে আর একট বাক্য ও ব্যয় করেননি তিনি।  

কেউ কেউ বলছেন, বাংলাদেশের কাছে নিজ দেশ ভারতের যুবাদের হার হয়তো হজম করতে পারছেন না আইসিসি চেয়ারম্যান। কেউ জানতে চাইছেন, 'ব্রো, ক্যাপশন কি নিজেই লিখেছেন?' কেউ আবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের ছবি কমেন্টবক্সে পোস্ট করে জয় শাহকে মনে করিয়ে দিয়েছেন।  

কয়েকজন আবার একদিনে ভারতের তিন পরাজয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। গত রোববার অস্ট্রেলিয়ার কাছে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ভারতীয় নারী দল এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারে ভারতের যুবারা।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।