ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার সিরিজ জয়ের আশা লিটনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এবার সিরিজ জয়ের আশা লিটনের

ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে টাইগাররা।

এবার সিরিজ জিততে চান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলেতে আজ প্রথমে ব্যাট করে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। এছাড়া, জাকের আলি অনিক ২৭ বলে ২৭ রান করেন। আর শামীম হোসেন পাটোয়ারির মাত্র ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসটি ছিল ম্যাচের গতি বদলে দেওয়া। যদিও বাংলাদেশ দল আরও বেশি সংগ্রহের আশা করেছিল।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমরা এর আগেও এখানে খেলেছি। তবে উইকেট দেখে মনে হয়েছিল এটি ভালো ব্যাটিং পিচ হবে, কিন্তু পিচ ঠিক আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি। যখন আমরা ব্যাটিং করি, তখন মনে হয়েছে এটি তেমন ভালো পিচ নয়। আমরা ভেবেছিলাম, ১৫০-১৬০ রান একটি ভালো স্কোর হবে। ’

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা অলআউট হয় ১৪০ রানে। স্বাগতিকদের বিপক্ষে দারুণ বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে ২৬ রানের কার্যকরী ইনিংস খেলা মেহেদী বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচে তিনি শিকার করেছেন ৪ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও হাসান মাহমুদও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন লিটন, ‘আমি আমার বোলারদের ওপর ভরসা করেছিলাম। আমরা জানতাম, আমাদের বোলারদের নিয়েই এই স্কোরে লড়াই করা সম্ভব। আমি চাই আমার দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। খেলোয়াড়েরা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং এই মুহূর্তে খুব ভালো ক্রিকেট খেলছে। ’  

সবশেষে সিরিজ জয়ের আশা প্রকাশ করে লিটন বলেন, ‘এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে (প্রথম টি-টোয়েন্টি জয়ে)। আমাদের আরেকটি ম্যাচ জিততে হবে, আর সেটি জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। ’

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর। এরপর শেষটি হবে ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে একই মাঠে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।