পুরো দিনে বোলিংটা খারাপ করেনি ভারত। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের দাপটে ম্যাচে ফেরার দারুণ সম্ভাবনা জাগায় তারা।
তাই বলা যেতে পারে বক্সিং ডে টেস্টে স্বাগতিকদের সামনে জয় উঁকি দিচ্ছে। ড্রয়ের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ভারতের জয়ের ব্যাপারে বাজি ধরার লোক হয়তো খুব কমই থাকবে। কেননা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শেষ দিনে তিনশ’র বেশি রান তাড়া করা তো আর চাট্টিখানি কথা নয়।
তার ওপর এই লিড আর কতদূর নিয়ে যান লায়ন-বোল্যান্ড, তা কেইবা জানে! ইতোমধ্যেই ১০৭ বল খেলে শেষ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেছেন তারা। লায়ন ৪১ ও বোল্যান্ড অপরাজিত আছেন ১০ রানে। দুজনের ব্যাটে ভর করে ৯ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে অস্ট্রেলিয়া।
এর আগে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিন শুরু করা ভারত গুটিয়ে যায় ৩৬৯ রানে। আগের দিন সেঞ্চুরির ছোঁয়া পাওয়া নীতিশ রেড্ডি থামেন ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ১১৪ রানে।
১০৫ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শুরুতেই স্যাম কনস্টাসকে (৯) তুলে নিয়ে ‘প্রতিশোধ’ নেন বুমরাহ। এরপর সিরাজের আঘাতে ফিরে যান উসমান খাজা (২১) ও স্টিভেন স্মিথ (১৩)।
ট্রাভিস হেডকে (১) দিয়ে ২০০তম উইকেটের মাইলফলক ছোঁয়া বুমরাহ শিকার করেন মিচেল মার্শ (০) ও অ্যালেক্স ক্যারিকেও (২)। যার ফলে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সেখান থেকে কামিন্সকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন লাবুশেন। সিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৩৯ বলে ৩ চারে ৭০ রানে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার।
কামিন্স অবশ্য ফিফটির দেখা পাননি। ৯০ বলে ৪ চারে ৪১ রানে থামতে হয় তাকে। তখনো দুইশ’র আগে অস্ট্রেলিয়াকে বেঁধে দেওয়া সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু লায়ন ও বোল্যান্ড মিলে দিনশেষে স্বাগতিকদের চালকের আসনেই রাখলেন। যদিও শেষ ওভারে স্লিপে রাহুলের কাছে ক্যাচ দিয়ে বসেন লায়ন। তবে নো বলের কারণে ফাইফার নিয়ে দিন শেষ করতে পারেননি বুমরাহ।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এএইচএস