ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে’, বিপিএল নিয়ে তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
‘কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে’, বিপিএল নিয়ে তামিম কথা বলছেন তামিম ইকবাল/ছবি: সংগৃহীত

‘নতুন বিপিএল’, কথাটা গত কয়েকদিনে ঘুরেফিরে অনেকবারই শোনা গেছে বিসিবি কর্মকর্তাদের মুখে। এর জন্য কিছু আয়োজনও তারা করেছেন।

বিপিএলের গ্রাফিতি ও নতুন করে করা হয়েছে থিম সং। বিসিবির সবচেয়ে বড় আয়োজন ছিল তিন শহরে কনসার্ট করা।  

বিপিএলের তিন ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হয়েছে কনসার্ট। ঢাকায় গেয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী রাহাত ফতেহ আলি খান। তাকে আনতে তিন কোটি টাকার বেশি খরচ করতে হয়েছে বলেও খবর রয়েছে। এর বাইরেও সিলেট-চট্টগ্রামে গেয়েছেন দেশের অনেক শিল্পী।  

বিপিএলের এসব নতুনত্ব নিয়ে কথা বলেছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। গত আসরে চ্যাম্পিয়ন করা ফরচুন বরিশালে এবারও আছেন তিনি। বিপিএলে নতুন কী দেখতে পান? টুর্নামেন্টের আগের দিন তার কাছে প্রশ্ন ছিল এমন।

উত্তরে তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। ’

‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে। ’

বিপিএলে প্রতিবারই উইকেট নিয়ে প্রশ্ন থাকে। সম্প্রচারের মান নিয়েও সমালোচনা হয় প্রতিনিয়ত। এসব সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। সঙ্গে মাঠে ক্রিকেটাররা ভালো খেলতে পারলেই টুর্নামেন্ট সফল হবে বলে মনে করেন তিনি।  

তামিম বলেন, ‘এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল। আমি এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন। ’ 

‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। ’

‘কিন্তু উনারা কোনোদিন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে। খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রান-৬০ রানের হবে, ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো, এগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি তাহলে সফল টুর্নামেন্ট হবে। ’ 

তামিম যদি বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পান, কী করবেন? জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে তামিম বলেন, ‘এটা (উত্তর) কোনো একসময় দেবো। এটা লম্বা প্রসেস। লম্বা আলোচনা। এজন্য আমার মনে হয় না এই উত্তর দেওয়ার অবস্থায় আছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।