ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ ক্রিকেটে পয়েন্ট তালিকায় শীর্ষে প্রাইম ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
টি-২০ ক্রিকেটে পয়েন্ট তালিকায় শীর্ষে প্রাইম ব্যাংক

সিলেট: মোহামেডানকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের চার ম্যাচে খেলার তিনটিতে জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

তাদের নিট রান রেট ২.২৫০।

২টি ম্যাচে জয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাশরাফির মোহামেডান ও তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ।

তবে নিট রান রেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে, মাশরাফির মোহামেডান। তাদের রান রেট -২.৬৩৬। অন্যদিকে, ইউসিবি-বিসিবির রান রেট -০.৪৫৬।

নিজেদের ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জিতে ২ পয়েন্ট নিয়ে তালিকার সর্বশেষে আছে মুশফিক রহিমের আবাহনী লিমিটেড। তাদের নিট রান রেট ০.৮০৪।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর রোববার থেকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়, বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সিলেট মিশন।

বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিনে প্রতিদিন দুটি করে মোট ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

রোববারের দিনের প্রথম খেলায় ইউসিবি-বিসিবি একাদশ আবাহনীকে ৬ উইকেটে পরাজিত করে এবং শেষ খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় মোহামেডান।

সোমবার দ্বিতীয় দিনের প্রথম খেলায় আবাহনী ৭৭ রানের বিশাল ব্যবধানে মোহামেডানকে হারায় এবং শেষ খেলায় সাত উইকেটে প্রাইম ব্যাংক পরাজিত করে ইউসিবি-বিসিবি একাদশকে।

মঙ্গলবার রিজার্ভ ডে থাকায় খেলা অনুষ্ঠিত হয়নি।

বুধবার তৃতীয় দিনের খেলায় আবাহনীর দেওয়া ১৭২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে জয় পায় সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক।

দিনের অপর ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করে মোহামেডান।

সবশেষ বৃহস্পতিবার সিলেট মিশনের চতুর্থ দিনের প্রথম ম্যাচে দলনেতা তামীম ইকবালের ৫২ বলে ৬১ রানের সুবাদে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেয়েছে ইউসিবি-বিসিবি।

এ খেলায় ইউসিবির বোলার আল-আমিন ১ ওভারে হ্যাট্রিকসহ ৫টি উইকেট নিয়ে রেকর্ড করেন।

অপরদিকে, দিনের শেষ ম্যাচে এনামুলের শতক ও সাকিবের ঘূর্ণি যাদুতে মোহামেডানকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ২৮, ২৯ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং ৩১ ডিসেম্বর একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।