ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়াবর্ধনের শতকে এগিয়ে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
জয়াবর্ধনের শতকে এগিয়ে লঙ্কানরা

দুবাই: প্রায় দুবছর পর পাওয়া শতকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখলেন মাহেলা জয়াবর্ধনে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে পাকিস্তানের চেয়ে ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা।

হাতে আছে এখনও ছয় উইকেট।

দ্বিতীয় দিন শেষে
পাকিস্তান: প্রথম ইনিংস- ১৬৫/১০
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ৩১৮/৪ (১০৬ ওভার)

দলীয় ৫৭ রানে এক উইকেট হারিয়ে বৃহস্পতিবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ৩১ রান যোগ করতে গিয়ে আরও দুটি উইকেট বিসর্জন দেয় তারা। কুমার সাঙ্গাকারা ২৬ ও দিনেশ চান্দিমাল ১২ রানে সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেট জুটিতে এরপরই কৌশল সিলভাকে নিয়ে দাঁড়িয়ে যান জয়াবর্ধনে। ১৩৯ রান যোগ করেন তারা।

মাত্র পাঁচ রানের জন্য অভিষেক শতক বঞ্চিত হন কৌশল। ২২১ বলে ১০ চারে ৯৫ রানে মোহাম্মদ হাফিজের এলবিডব্লুর ফাঁদে পড়েন।

ততক্ষণে দলও লিড নেয়। ব্যাটিং ক্রিজে নেমে বাকি সময় জয়াবর্ধনে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ২১৫ বলে ১২টি চারে ৩২তম শতকটি পান জয়াবর্ধনে। ১০৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অপর প্রান্তে ৪২ রানে খেলছিলেন ম্যাথুস।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।