ঢাকা: দু’ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই হারের স্বাদ নিতে হলো ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বোলারদের সামনে বেশিক্ষণ দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা।
নিউজিল্যান্ড: ১৮৯/৫ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১০৮/৮ (২০ ওভার)
ফল: নিউজিল্যান্ড ৮১ রানে জয়ী
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। মার্টিন গাপটিল ১৬ বলে ২৫ ও জেসি রাইডার ১৪ বলে ২২ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ম্যাককুলাম। ৪৫ বল মোকাবেলা করে ৬০ রানে উইকেটে টিকে ছিলেন তিনি। পাঁচ রান করে আউট হন টেইলর। শেষে দিকে ঝড়ো ইনিংস খেলেন লুক রনচি। ২৫ বলে ৪৮ রান করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টিনো বেস্ট ৪০ রান দিয়ে তিনটি উইকেট নেন। নিকিতা মিলার পেয়েছেন দু’টি উইকেট।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। ওপেনার জনসন চার্লস ১৬ রান করলেও ল্যান্ডল সিমন্স খালি হাতে ফেরেন। এন্ড্রে ফেচার দলের পক্ষে সর্বাধিক ২৩ রান করেন। অধিনায়ক ডোয়াইন ব্রাভো ১০ রানে ন্যাথান ম্যাককুলামের শিকার হন।
৭৭ রানে আট উইকেট হারানো পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ব্ল্যাকক্যাপসরা। নির্ধারিত ২০ ওভারে ১০৮ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের পক্ষে চারটি উইকেট পান ন্যাথান ম্যাককুলাম। তিনটি নেন জেমস নীশাম। দলের জয়ে অনবদ্য অবদানের জন্য ম্যাচ সেরা হয়েছেন লুক রনচি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: নুরুজ্জামান ফারাবি, স্টাফ করেসপন্ডেন্ট/এইচএ