ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের চ্যালেঞ্জ ধারাবাহিকতা রাখা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
মুশফিকদের চ্যালেঞ্জ ধারাবাহিকতা রাখা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট আয়োজন নিয়ে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের যে পরিল্পনা সেটা নিয়ে শনিবার প্রথম খেলোয়াড় হিসেবে মুখ খুলেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট হুমকির মুখে, এমন সময়ে চুপ থাকাটাও কঠিন জাতীয় দলের অধিনায়কের জন্য।

ক্রিকেট খেলতে পুরো দল যে পরিশ্রম করে তাতে টেস্টবঞ্চিত হলে বড় ধরনের হতাশার হবে জানিয়েছিলেন। তবে এসব ব্যাপার অন্তত আগামী পাঁচদিন দূরে সরিয়ে রাখতে চান মুশফিক। কারণ নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে সোমবার মিরপুরে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে টাইগাররা।

গত বছর দলের যে মিশ্র পারফরমেন্স তাতে করে লঙ্কানদের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন মুশফিক বাহিনী। রোববার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সংবাদকর্মীদের সামনে হাজির হলেন,‘আমরা অন্য দলের মতো বছরে ১০-১২টি টেস্ট খেলি না, খুব কমই খেলি। সুতরাং আমাদের কাছে প্রত্যেকটা টেস্টেই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কারো কাছে কিছু প্রমাণ করার নেই। ধারাবাহিক হওয়াটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের কাছে একটাই চ্যালেঞ্জ, নিজেদের ধারাবাহিকতা বজায় রাখা। বছরের শুরুর টেস্ট হিসেবে আমরা চেষ্টা করবো সেরাটা দিতে। দলের সবাই প্রস্তুতি নিচ্ছে কঠোর অনুশীলনের মাধ্যমে। ’

আইসিসির সংস্কার প্রস্তাব নিয়ে ভাবার সময় এখন নয় জানালেন মুশফিক,‘আমাদের পূর্ণ মনোযোগ এখন খেলায়। আমরা সব চেষ্টা এখন মাঠে নিজেদের সেরাটা দেওয়া। অন্য কিছু ভাবার সুযোগ নেই। লঙ্কানদের সঙ্গে গত সিরিজটি হেরে গেলেও আমরা ভালো খেলেছি। একটি টেস্ট ড্র করেছি। আমাদের সম্ভাবনার পুরোটা হয়তো দিতে পারিনি। এবার আমরা চেষ্টা করবো গতবারের চেয়ে এগিয়ে যেতে। ’

পেসাররা এবার আরও ভালো কিছুর প্রমাণ দিবে আশাবাদী অধিনায়ক,‘বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছেন। ধারবাহিক রান পাচ্ছেন, সুতরাং ভালো কিছুই হবে। যদিও ওদের বোলিং লাইন বেশ শক্ত, কিন্তু আমরা আশবাদী। সেই সঙ্গে আমাদের স্পিনাররা বিশ্বমানের। আমাদের পেসাররাও অতীতের তুলনায় দলের জন্য অনেক বেশি অবদান রাখছেন। টেস্টে প্রত্যাশিত ফলাফলের জন্য পেসারদের অনেক দায়িত্ব। আশা করি এবার তারা তা প্রমাণ করবেন। ’

ক্রীড়াসুলভ উইকেটের পক্ষে মুশফিক,‘মাঠের খেলাটাই আসল। আর মাঠের খেলাটা সঠিকভাবে হওয়ার জন্য দরকার ক্রীড়াসুলভ উইকেট। সবচেয়ে বড় কথা হলো, মাঠের পারফর্মই দিন শেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো স্পিনিং উইকেটের কথা বলবেন, কিন্তু কথা হলো, স্পিনিং শক্তি তো ওদেরও কম নয়। সে হিসেবে ক্রীড়াসুলভ উইকেটই টেস্ট খেলার আদর্শ। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।