ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাজে ব্যাটিংয়ের পর সাকিবের ভরসা বোলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
বাজে ব্যাটিংয়ের পর সাকিবের ভরসা বোলাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশির ভেজা সকালে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে ভুল করেননি লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দিন শেষ হওয়ার আগেই ২৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এক কথায় বলা চলে মিরপুর টেস্টের প্রথমদিন মোটেও ভালো করতে পারেনি মুশফিক বাহিনী। জবাবে সফরকারীরা ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬০ রানে দিন শেষ করায় বেশ পিছিয়ে টাইগাররা। বাজে ব্যাটিংয়ের কথা স্বীকার করে সাকিব আল হাসান জানালেন, মঙ্গলবার দলের ভরসা বোলাররাই।
 
প্রথম দিন শেষে দলের অবস্থা সম্পর্কে সাকিব নিজেদের পিছিয়ে রাখছেন,‘যে অবস্থানে থাকার কথা ছিল সেখানে নেই। অনেক পিছিয়ে আছি আমরা। যে উইকেট তাতে অন্তত পৌনে চারশ রান করা উচিত ছিল। সেটা প্রথমদিনে না হলে দ্বিতীয় দিনে করা যেত। তবে আমি যতক্ষণ ক্রিজে ছিলাম। আমার মনে হয় আমরা ভালো অবস্থানে ছিলাম। উইকেটও ভালো ছিল। ’

নিজেদের বাজে ব্যাটিংকে দুষলেন বাঁহাতি অলরাউন্ডার। এখন দলের হাল ধরতে পারেন বোলাররা,‘আমরা বাজে ব্যাটিং করেছি। ওরা ভালো বল করেছে। তাই এমনটি হয়েছে। তবে দিনের এক ঘণ্টা আমরা ভালো ব্যাটিংই করেছি। যেহেতু ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। তাই এখন বোলারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের ভালো বোলিং করতে হবে। ’

মুশফিকুর রহিম ও নাসির হোসেনের আউটটা নিয়ে বিতর্ক আছে। এনিয়ে সাকিবের প্রতিক্রিয়া,‘টিভিতে দেখে আমার মনে হয়েছে কিছু সিদ্ধান্ত সঠিক ছিলো না। আমার আউটটা নিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে এটা যেহেতু আম্পায়ারের সিদ্ধান্ত। তাই এ বিষয়ে আমি আর কী মন্তব্য করব। ’

সকালে পিচে বাউন্স ছিল, মুভমেন্টও ছিল। এতে প্রথম দিকে কিছু ভীত মনে হলেও দিন শেষে এমনটি ছিল না জানান তিনি,‘ব্যাটিংয়ের নামার আগে কারো কারো মনে এটা নিয়ে বাড়তি চিন্তা হয় তো কাজ করেছে। তবে দিনশেষে সেটা পিচে তেমন কিছু দেখা যায়নি। ’

শ্রীলঙ্কার মতো নামিদামি ব্যাটসম্যানদের বিপক্ষে তিনজন সিমার নিয়ে খেলার ব্যাপারে সাকিব বলেন,‘দল সাজানো কোচ, অধিনায়ক ও নির্বাচকদের কাজ। তারা যা ভালো মনে করেছে তাই করেছেন। দলের জয়ের জন্য যা ভালো তা করা হয়েছে। তবে অনেক সময় আপনার সিদ্ধান্ত পক্ষে যেতে পারে, আবার বিপক্ষে যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।