আর্মি স্টেডিয়াম, ঢাকা: রোববার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ধরণের নাশকতা ও অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে বিশেষ মহড়া সম্পন্ন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনাবাহিনীর বিশেষ দল।
শনিবার আর্মি স্টেডিয়ামে র্যাব ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ মহড়ায় হেলিকপ্টার, ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিটসহ র্যাবের বিশেষ স্ট্রাইকিং ফোর্স অংশ নেয়।
চিত্রে দেখা যাক সে মহড়া
বাংলাদেশ ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা চলছে।
খেলা চলাকালে স্টেডিয়ামে নাশকতাকারীরা বোমা হামলা চালায়।
নাশকতাকারীদের প্রতিহত করতে এবং খেলোয়াড়দের নিরাপদে ঘিরে রাখতে স্টেডিয়ামের মাঠের দিকে তেড়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।
বোমা হামলায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছে র্যাবের মেডিকেল টিম।
খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে র্যাবের বিশেষ হেলিকপ্টার মাঠে আসে।
মাঠে আরও বোমা আছে কিনা তা খুঁজতে অভিযান চালায় র্যাবের ডগ স্কোয়াড টিম।
নাশকতাকারীদের শনাক্ত করতে মাঠে নামে র্যাবের আরেকটি ডগ স্কোয়াড টিম এবং পরবর্তী সময়ে তারা একজন নাশকতাকারীকে শনাক্ত করে।
একটি শপিং ব্যাগে ফেলে রাখা বোমাটিকে নিষ্ক্রিয় করছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।
পরিস্থিতি র্যাবের আয়ত্ত্বের বাইরে চলে গেলে খেলোয়াড়দের নিরাপত্তায় মাঠে আসেন সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড ব্যাটালিয়নের কমান্ডাররা।
এবার সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারে খেলোয়াড়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪