ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনায় জিম্বাবুয়ে ও বাংলাদেশ দলের অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
খুলনায় জিম্বাবুয়ে ও বাংলাদেশ দলের অনুশীলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আগামী ৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ২য় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।



২য় টেস্ট ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৩১ অক্টোবর) খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে উভয় দল।

এদিন সকাল ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে হোটেল থেকে মাঠে পৌঁছায় জিম্বাবুয়ে দল। মাঠ পরিদর্শন আর ফুটবলে পা ছুঁইয়ে ওয়ার্মআপ শেষে টানা সাড়ে তিন ঘণ্টা ব্যাটিং ও বোলিং অনুশীলন করে টেইলর বাহিনী।

অনুশীলন শেষে দলের কোচ স্টিফেন ম্যানগঙ্গো সাংবাদিকদের বলেন, বাংলাদেশে খেলতে এসে মাঠসহ যাবতীয় আয়োজনে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ হোম কন্ডিশনে ভীষণ শক্তিশালী একটি দল। জিম্বাবুয়ে দলটি তুলনামূলক নবীন, তাদের অভিজ্ঞতাও কম। আমাদের ব্যটিং দুর্বলতাগুলো খুঁজে বের করে তা দূর করে পাঁচ দিনই মাঠে খেলতে চাই। এখানকার আউট ফিল্ড আশা করি ভালো, খেলোয়াড়রাও তাই সেরাটা উপহার দিতে পারবে।

পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুশফিক বাহিনী অনুশীলন করে।

আগামী ২ নভেম্বর পর্যন্ত দুই দলই সকাল ও বিকেলে পর্যায়ক্রমে অনুশীলন করবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।