ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন অস্ট্রেলিয়ার কনিষ্ঠ টেস্ট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
চলে গেলেন অস্ট্রেলিয়ার কনিষ্ঠ টেস্ট অধিনায়ক ইয়ান ক্রেইগ

ঢাকা: পৃথীবির মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন অস্ট্রেলিয়ার সর্ব কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার ও অধিনায়ক ইয়ান ক্রেইগ। ক্যান্সারে আক্রান্ত হয়ে সিডনীতে ৭৯ বছর বয়সে মারা যান তিনি।



১৯৫৩ সালের ফেব্রুয়ারীতে ১৭ বছর বয়সে দ.আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ক্রেইগের। পরে তিনি ১৯৫৮ সাল পর্যন্ত অজিদের হয়ে ১১টি টেস্ট খেলেন। সাদা পোশাকের ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৫৩ রান সহ মোট ৩৫৮ রান করেছিলেন।

তিনি ক্যাঙ্গারুদের হয়ে পাঁচটি টেস্টে অধিনায়কত্বও করেছেন। যার তিন টেস্ট জয়ের বিপরীতে ড্র হয়েছে দুটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।