ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোমর ফাঁস করলেন পাপন!

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
গোমর ফাঁস করলেন পাপন! ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলে নতুন ক্রিকেটারদের জন্যে সবসময় প্রতিবন্ধকতা তৈরি করতেন সিনিয়র ক্রিকেটাররা। নতুন ক্রিকেটারদের প্রতি সিনিয়র ক্রিকেটারদের আচরণ দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

তাই এ সংস্কৃতি বন্ধে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয়ে কথা বলতে গিয়ে এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে, শুধু গোমর ফাঁস করে বসে থাকেননি, একেবারে উদাহরণ দিয়েই পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি।

পরিস্থিতির বর্ণনা দিয়ে বোর্ড কর্তা বলেন, ‘উদাহরণ হিসেবে বলি মমিনুলের কথা। দলে এসে সে খুব ভালো পারর্ফম করে। কিন্তু তবু তাকে অনেকগুলো ম্যাচ বসে থাকতে হয়, কারণ তাকে খেলাতে হলে মাহমুদুল্লাহ রিয়াদ বা নাসির হোসেনকে বাদ দিতে হতো। ’

এ কথা বলার পরপরই পাপন প্রছন্নভাবে ইঙ্গিত করেন- কেন সাকিব ইস্যুতে কঠোর হয়েছিল বোর্ড। শুধু ব্যাটসম্যান নয়, নতুন স্পিনাদের খেলানোর  ব্যাপারেও একই ঘটনা ঘটে বলে জানান বোর্ড সভাপতি, ‘অন্য স্পিনার খেলাতে হলে আবদুর রাজ্জাককে বাদ দিতে হয়। এমন কিছু সমস্যা ছিল বলে ক্রিকেটারদের আচরণ পরিবর্তনে জোর দিয়েছিল বিসিবি। ’

‘বেশ কিছু ঘটনা ঘটেছিল যাতে আমাদের মনে হচ্ছিল ভবিষতের জন্যে খারাপ হবে। নতুন কেউ ভালো করলেও তাকে সুযোগ দেওয়া যাচ্ছিল না। কেউ ভালো করলে পুরাতন কেউ বাদ পড়বে বলে তাকে দলে আনা যাচ্ছিল না। এ জন্যে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, বেশ কিছু পরিবর্তন করতে হয়েছিল। ’

বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে পরিস্থিতির দেখেছেন তা এদিন অকপটে স্বীকার করেন পাপন। তিনি বলেন, ‘দায়িত্বে আসার পর থেকে দেখেছি এ দলে নতুন খেলোয়াড়দের আসা কঠিন হয়ে যাচ্ছিল, ওখানে কোনো সুযোগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন একটা পরিস্থিতি ছিল যে, আমি এত নম্বরে খেলি, এখানেই খেলবো, এখানে কোনো পরিবর্তনের সুযোগ নেই। ’

তবে এখন দলে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি। তাই দলে টিম ওয়ার্ক অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি এবং টিম স্পিরিটও এখন তুঙ্গে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪/আপডেট ২১৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।