ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনেই চালকের আসনে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
তৃতীয় দিনেই চালকের আসনে প্রোটিয়ারা

ঢাকা: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে দ. আফ্রিকা। ক্যারিবীয়দের থেকে এখনও ২৭৫ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।

তৃতীয় দিন শেষে ক্যারিবীয়রা ৭৬ রানে দুই উইকেট হারিয়েছে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করেত নেমে দ. আফ্রিকা ৫ উইকেট হারিয়ে তোলে ৫৫২ রান। রানের পাহাড় গড়তে ডাবল সেঞ্চুরি হাঁকান দলপতি হাশিম আমলা। এছাড়া এবি ডি ভিলিয়ার্স এবং অভিষিক্ত স্টিয়ান ভ্যান জাইল শতক হাঁকান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনিংয়ে নামা ডেভন স্মিথ। এছাড়া আরেক ওপেনার ব্রাথওয়েট ৩৪, লিওন জনসন ৩১, মারলন স্যামুয়েলস ৩৩ রান করেন।

ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। দিন শেষে ব্রাথওয়েট আর ডেভন স্মিথের উইকেট দুটি হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৭৬ রান। জনসন ৩৩ আর স্যামুয়েলস ১৩ রান করে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন ভারনন ফিল্যান্ডার। আর তিনটি উইকেট দখল করেন মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।