ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য নজির থেকে একধাপ দূরে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
অনন্য নজির থেকে একধাপ দূরে সাকিব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: টেস্ট এবং টি-টোয়েন্টি ফরমেটে আগেই শীর্ষে উঠেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারে তিনি ওয়ানডে অলরাউন্ডারের ক্যাটাগরিতে দুই নম্বরে উঠেছেন।

শীর্ষস্থান থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন সাকিব।

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিব ওয়ানডে অলরাউন্ডারের ক্যাটাগরিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের পরেই জায়গা করে নিয়েছেন। সাকিবকে জায়গা ছেড়ে দিয়েছেন তিন নম্বরে থাকা পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের ঠিক উপরেই রয়েছেন লংকান তারকা। বাংলাদেশের ক্রিকেট প্রাণ সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৪০৩। আর তিনে থাকা হাফিজের অর্জন ৩৯৭ রেটিং পয়েন্ট।

এদিকে টি-টোয়েন্টি ক্যাটাগরিতে সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৩৭৮। শীর্ষে থাকা সাকিবের পরেই রয়েছেন ৩৬৪ রেটিং প্রাপ্ত হাফিজ। আর এ ক্যাটাগরিতে তিন নম্বরে রয়েছেন আরেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

টেস্টের অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে থাকা সাকিবের অর্জন ৩৯৮ রেটিং পয়েন্ট। তার পরেই রয়েছেন দ. আফ্রিকার ভারনন ফিল্যান্ডার (৩৬৬)। আর তিন নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

ওয়ানডে বোলারের ক্যাটাগরিতে সাকিবের অবস্থান চার নম্বরে। সাকিবের উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল  নারাইন, পাকিস্তানের সাঈদ আজমল এবং দ. আফ্রিকার ডেল স্টেইন। সাকিব যদি ওয়ানডে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠতে পারেন তাহলে তা হবে ক্রিকেট ইতিহাসে আরেকটি ইতিহাস গড়া রেকর্ড (তিন ক্যাটাগরিতে শীর্ষে থাকা)।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।