ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বড় জয় পেল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বড় জয় পেল আফগানিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাইয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ওডিআই ম্যাচে স্কটল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে আফগানিস্তান। খারাপ আবহাওয়ার কারণে পাঁচ ওভার কমিয়ে ৪৫ ওভারে খেলা সম্পন্ন হয়।



টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন স্কটিশ ওপেনার কালাম ম্যালিওড। এরপর দলের হাল ধরেন হামিশ গারডিনার। তবে অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত গারডিনারের ৯৬ রানের ওপর ভর করে আট উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

আফগানদের হয়ে তিনটি উইকেট লাভ করেন দাউলাত জারদান। এছাড়াও দু’টি উইকেট পান মিরওয়েস আশরাফ।

২৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই আফগান ওপেনার জাবেদ আহমাদি ও ওসমান গনি ১২১ রানের পার্টনারশিপ গড়েন। ওমসান ৪৮ ও জাবেদ ৭৪ রান করে আউট হন। এরপর আর কোন উইকেটের পতন ঘটাতে পারেনি স্কটিশ বোলাররা। দুই অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইয়ের ৪৮ ও নাসির জামালের ৫২ রানের ওপর ভর করে সাত ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।

স্কটিশদের হয়ে দু’টি উইকেট লাভ করেন মিডিয়াম ফাস্ট বোলার রিচি বেরিংটন।

উল্লেখ্য, আগামীকাল ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।