ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্র্যাডম্যান আর পন্টিংকে ছাড়িয়ে স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ব্র্যাডম্যান আর পন্টিংকে ছাড়িয়ে স্মিথ স্টিভেন স্মিথ

ঢাকা: কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে ব্র্যাডম্যানের ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন অজি এ অধিনায়ক।



১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে এক সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১৫ রানের রেকর্ড গড়েছিলেন ব্র্যাডম্যান। আর চলতি সিরিজে স্মিথের ১২৮.১৬ গড়ে মোট রান ৭৬৯। ফলে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন স্মিথ।

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে স্মিথ ৭১ রান করে রেকর্ডটি গড়েন।

২০০৩ সালে ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজে ৭০৬ রান করেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এবারে ব্র্যাডম্যান আর পন্টিংকে পেছনে ফেলে শীর্ষ জায়গাটি নিজের করে নেন স্মিথ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।