ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্রহের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
গ্রহের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভিলিয়ার্স এবিডি ভিলিয়ার্স / ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আগে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট প্রশংসা করলেন দ. আফ্রিকার অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের।

অজি এ উইকেটরক্ষক জানালেন, ভিলিয়ার্স এ গ্রহের সবথেকে গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।

ক্রিকেট বিষয়ে তার বহুমুখিতা অসাধারণ এবং তা দেখতেও আশ্চর্যজনক।

অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপের ময়দানে নেমেছেন গিলক্রিস্ট। বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ রান সংগ্রাহক এবং সফল এ উইকেটরক্ষক আরো বলেন, ভিলিয়ার্সের ক্রিকেট সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে। দলের প্রয়োজনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি ফিল্ডার হিসেবেও সে দারুণ। বিশ্বকাপে বল হাতেও দলের কার্যকরী ভূমিকায় তাকে দেখা যেতে পারে।

ভিলিয়ার্স প্রসঙ্গে গিলক্রিস্ট আরো যোগ করেন, আমার কাছে বর্তমান ক্রিকেট বিশ্বে ভিলিয়ার্সকেই একটু অন্যরকম মনে হয়। আমি মনে করি, এ গ্রহের একজন মূল্যবান ক্রিকেটার ভিলিয়ার্স।

ভিলিয়ার্স প্রোটিয়াদের হয়ে ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সাতহাজার রানের মাইলফলক পেরুনো এ ডানহাতি ব্যাটসম্যান ৪২টি অর্ধশতকের পাশাপাশি ১৮টি শতক হাঁকিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।