ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের প্রতিপক্ষ আফগানদের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
টাইগারদের প্রতিপক্ষ আফগানদের আরেকটি জয় ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাই ত্রি-দেশিয় সিরিজে জয় পেয়েছে আফগানিস্তান। আয়ারল্যান্ডকে সহজেই হারিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ৭১ রানে হারায় আফগানরা।
 
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে নাজিবুল্লাহ জারদানের ব্যাট থেকে। ৫০ বলে ৭টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়ে তিনি করেন ৮৩ রান।
 
এছাড়া অর্ধশত রান করেন সামিউল্লাহ সেনওয়ারি। আর ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আশঘার স্তানিকজাই।
 
আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও কেভিন ও’ব্রাইন তিনটি করে উইকেট তুলে নেন।
 
২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইলিয়াম পোর্টারফিল্ডের দল ৪৩.৩ ওভারে ১৭৫ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পল স্টারলিং। এছাড়া নেইল ও’ব্রাইন করেন ৩৩ রান। তবে, দলের পরাজয় এড়াতে কোনো ব্যাটসম্যান বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলে ৭১ রান দূরে থাকতেই ইনিংসের সমাপ্তি ঘটে আইরিশদের।
 
ম্যাচ সেরা নির্বাচিত হন নাজিবুল্লাহ জারদান।
 
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।