ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে অবস্থান পোক্ত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
র‌্যাংকিংয়ে অবস্থান পোক্ত করলো বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও সংহত করলো বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জেতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেলো মাশরাফি বাহিনীর।

এ জয়ে আইসিসির র‌্যাংকিংয়ে নিজেদের ৭ম স্থানের আসনটাও হলো পাকাপোক্ত।

পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ দল হিসেবে জায়গা করে নিতে বর্তমানে ওডিআই র‌্যাংকিংয়ের অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে চলছে সমীকরণের জটিল লড়াই।

ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওডিআই র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে আসে বাংলাদেশ। আর চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই অবস্থানটাকেই আরো মজবুত করলো সৌম্য-রিয়াদরা।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় একধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে পাকিস্তান, তাদের রেটিং পয়েস্ট ৮৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৮ পয়েন্ট নিয়ে চলে গেছে নবম স্থানে।

২০১৭ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেবল সাতটি দেশের সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে ইংল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডসহ র‌্যাংকিংয়ের প্রথম ৭টি দেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিশ্চিত। পয়েন্ট ব্যবধান কম হওয়ায় এবং হাতে সিরিজ থাকায় সমীকরণটা কষতে হচ্ছে পাকিস্তানকেই, আর তাদের ফলাফলের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে র‌্যাংকিংয়ের সপ্তম স্থান সুসংহত করলেও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ফলাফলের প্রভাবও পড়বে র‌্যাংকিংয়ে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে র‌্যাংকিংয়ের ব্যবধান বর্তমানে ৫ রেটিং পয়েন্ট। বাংলাদেশ যদি দ. আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে তবে টাইগারদের পয়েন্ট হবে ৯৬। অন্যদিকে সিরিজ হেরে গেলে রেটিং পয়েন্ট হবে আবারও ৯৩।

অন্যদিকে, শ্রলীঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে পাকিস্তান। দলটি যদি ৫-০ ব্যবধানে সিরিজ জেতে, তবে তারাও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে পৌঁছে যাবে ৯৪ পয়েন্টে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৯২, আর ৩-২ ব্যবধানে সিরিজে জয়ী হলে পাকিস্তানের পয়েন্ট হবে ৯০। এতে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সিরিজ জয় ছাড়া কোনো বিকল্প নেই পাকিস্তানের।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওডিআই র‌্যাংকিংয়ের প্রথম সাতটি স্থানে থাকা দলগুলো (ইংল্যান্ড বাদে) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে। আর এই সময়ের মধ্যে আইসিসির নির্ধারিত সূচিতে ওয়েস্ট ইন্ডিজের কোনো সিরিজ নেই বিধায় পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দিকেই তাকিয়ে থাকছে তারা। যদিও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে র‌্যাংকিংয়ের তলায় থাকা এই তিন ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমজেএফ

** সৌম্য-রিয়াদের ব্যাটে উড়ে গেল প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।