ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪ সালের নভেম্বর মাস। জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের হোম সিরিজ বাংলাদেশের।

ফলাফল বাংলাওয়াশ। সেখান থেকেই মূলত ঘুরে দাঁড়ানো। পরপরই বিশ্বকাপ। তাও আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বাউন্সি উইকেটে। সেখানেও দাপুটে পারফরম্যান্সে শেষ আটে।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করা, নিউজেল্যান্ডের হাড়ে কাঁপুনি ধরানো আর ভারতে বিপক্ষের সেই ‘বিতর্কিত’ কোয়ার্টার ফাইনাল। পরে উপ-মহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে বাংলাওয়াশ, ভারতের বিরুদ্ধে সিরিজ জয়। আর সবশেষ ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ম্যাচে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয়।

এই পারফরম্যান্স জন্ম দিয়েছে ‘নতুন’ বাংলাদেশকে, যেমন ৯৬ বিশ্বকাপে নতুন করে জন্ম হয়েছিলো জয়সুরিয়ার শ্রীলঙ্কার। বিশ্ব এখন কাঁপে বাঘের হুংকারে। তবে কি টাইগাররাও হাঁটছে শ্রীলংকান সিংহদের মতো একই পথে।

শুধু তাই নয়, রয়েছে আরও অবাক করা পরিসংখ্যান। ২০১৪ সালের নভেম্বর থেকে সেই ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ১৫ সালের জুলাই পর্যন্ত ওয়ানডে ম্যাচের পরিসংখ্যানে জয়ের হিসেবে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরেই। ভারত, পাকিস্তান ও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা নিউজিল্যান্ডও রয়েছে বাংলাদেশের পিছনে।

২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ১৯ ম্যাচ খেলে জিতেছে ১৪টিতে। আর ‍অস্ট্রেলিয়া ১৮ ম্যাচ খেলে জিতেছে ১৫টি। একই সময় নিউজিল্যান্ডের ২৮ ম্যাচ খেলে জয় ১৮টিতে। আর দক্ষিণ আফ্রিকা এই সময়ে ২০ ম্যাচ খেলে জিতেছে ১১টিতে।

এই ক’মাসে বিশ্বক্রিকেটে ‘বাচ্চা’ অপবাদ ঘুঁচিয়ে অনেকটা ‘সাবালক’ হয়েছে। বন্ধ করেছে সমালোচকদের মুখ। গাভাস্কারের মতো লিজেন্ডরা এখন প্রশংসায় ভাসান টাইগারদের।

র‌্যাংকিংয়ে ৭ম স্থানে থাকলেও উপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই বর্তমানে বাংলাদেশের এই অবস্থান। অস্ট্রেলিয়ার পরেই সাম্প্রতিক নজরকাড়া পারফরম্যান্স টাইগারদের।

এখন তো এটুকুট বলাই যায়, বাংলাদেশই বর্তমান ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সেরা দল!

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এএ

** র‌্যাংকিংয়ে অবস্থান পোক্ত করলো বাংলাদেশ
** সৌম্য-রিয়াদের ব্যাটে উড়ে গেল প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।