ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামের পথে বাংলাদেশ ও দ. আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
চট্টগ্রামের পথে বাংলাদেশ ও দ. আফ্রিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিরিজের শেষ ওয়ানডেতে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ান‍া হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুপুর দেড়টায় টিম হোটেল সোনারগাঁও থেকে বাসে চড়ে উভয় দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।



সেখান থেকে বিকাল তিনটার ফ্লাইটে বাংলাদেশ ও দ.আফ্রিকা দল একই সঙ্গে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম পৌঁছে হোটেল রেডিসন ব্লু’তে উঠবেন ক্রিকেটাররা। সিরিজ চলাকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করবে স্বাগতিক ও সফরকারী দল।

আজ অনুশীলন নেই ক্রিকেটারদের। তবে কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামবে দুই দল। আগামি বুধবার (১৫ জুলাই)  এ মাঠেই সিরিজের তৃতীয় ও শিরোপা নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও দ.আফ্রিকা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।