ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আর হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আর হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি

ঢাকা: ঘরোয়া টি-টোয়েন্টির শীর্ষ ক্লাব নিয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বাতিল করা হয়েছে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জমজমাট আসরটি।



২০০৯ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও সম্প্রতি জনপ্রিয়তা হারায় আসরটি। এছাড়া রয়েছে আর্থিক ক্ষতির ব্যাপার। ফলে, ক্রিকেটের স্বার্থে চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট দ. আফ্রিকা আর ভারতীয় ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে, বুধবার (১৫ জুলাই) তিন ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করে দেওয়া হলো প্রতিযোগিতাটি।

আইপিএলের কারণে জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগ। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর জানান, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্তটি কঠিন ছিল। চলতি বছর ‘মিনি-আইপিএল’-এর আসর বসতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ আর দ. আফ্রিকায় রামস্লাম টি-টোয়েন্টি লিগে দর্শকদের আগ্রহ থাকায় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি তার চাহিদা হারিয়ে ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।