ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: চার মাসে বদলে গেছে অনেক কিছুই। সাতক্ষীরার কালীগঞ্জের ছেলে এখন বিশ্বের ‘তারকা ক্রিকেটার মুস্তাফিজ’।

তবে বদলাননি ম্যাচসেরার পুরস্কার নিতে যাওয়া সেই ‘লাজুক মুস্তাফিজ’। যশোর বিমানবন্দরে নেমে শত মানুষের ভালোবাসায় সিক্ত মুস্তাফিজুর স্বভাবসুলভ লাজুকতা এড়াতে পারলেন না কিছুতেই।

স্বভাবে লাজুক হলেও ২২ গজে তিনি যে কত ভয়ংকর হয়ে উঠতে পারেন তা ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি কেউ জানে না।

চার মাস বাদে ‘স্টার’ তকমা গায়ে লাগিয়ে বাড়ি ফিরছেন। তবে বিষয়টি কাউকে সেভাবে জানাতে চাননি এই কাটার মাস্টার। হয়তো সে কারণেই জানতো না যশোর কিংবা সাতক্ষীরার ক্রীড়া সংস্থাও।

তবে যে ক্লাবে তার খেলায় হাতেখড়ি সেই গণমুখী ক্লাবের কর্মকর্তারা কিন্তু ঠিকই উপস্থিত ছিলেন সাতক্ষীরার গর্ব মুস্তাফিজকে বরণ করতে। স্কুলের ‘অমনোযোগী’ সেই ছাত্রকে আপন আলয়ে নিতে যশোরে এসেছিলেন কালীগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়‍ার কে জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। এখানেই মুস্তাফিজের পড়াশোনা, বেড়ে ওঠা।

শনিবার (০৮ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে মুস্তাফিজকে বহন করা প্লেনটি। এসময় চারটি মাইক্রোবাস, একটি বড় বাস, দু’টি প্রাইভেট করে যাওয়া তার ভাই, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসীসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

undefined



জিন্স আর সাদা-কালো টি-শার্ট পরা সাতক্ষীরা এক্সপ্রেসখ্যাত এই কাটার বয়কে ফুল দিয়ে বরণ করে নিতে গেলে দেখা মেলে স্বভাবসুলভ সেই লাজুক হাসি। কথা খুব বেশি বলেন না। তবে অভিব্যক্তি বলে দেয় অনেক কিছু।

কুশল বিনিময় শেষে প্রিয় মানুষগুলোর এই আন্তরিকতা, ভালোবাসার জন্য আরও ভালো করার, দেশেকে আরও ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই রেকর্ড বয় বনে যাওয়া মুস্তাফিজ।

এই বহর নিয়ে পুলিশি নিরাপত্তায় এখন সাতক্ষীরা শহরের পথে মুস্তাফিজ। পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। সেখানে সার্কিট হাউজে নেবেন জেলা প্রশাসনের আতিথেয়তা। পরে রওয়ানা হবেন কালীগঞ্জের উদ্দেশে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএ

** বিশাল বহর নিয়ে বাড়ির পথে কাটার রাজা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।