ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে মাইকেল ক্লার্কের অবসরের পর অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথকে নিয়োগ দেওয়া হয়েছে। আর স্মিথের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
শুক্রবার (১৪ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নয় সদস্য বিশিষ্ট বোর্ডের সকলের অনুমোদন সাপেক্ষে অধিনায়ক আর সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
চলতি অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ক্লার্ক। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট মিশনে বাংলাদেশ সফরে নেতৃত্ব দিতে আসবেন স্মিথ।
undefined
ক্লার্কের অনুপস্থিতে এর আগেও দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে দেখা গেছে স্মিথকে। গত বছরের শেষ দিকে ভারত সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। দেশের হয়ে সাদা পোশাকে স্মিথ ৪৫তম অধিনায়ক ছিলেন। সেবার ক্লার্কের চোটে নেতৃত্বে অভিষেক হয় স্মিথের। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে তিন টেস্টের তিনটিতেই শতক হাঁকিয়েছিলেন স্মিথ। যেখানে অধিনায়ক হিসেবে তিন টেস্টে তার রান ছিল ৯২.৫০ গড়ে ৫৫৫।
২০ আগস্ট ওভালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ক্লার্ক। আর এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে ক্লার্কের ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ার।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকা আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর