ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ফিরলেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
অনুশীলনে ফিরলেন মাশরাফি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: সিঙ্গাপুর থেকে দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল (২৫ আগস্ট) দেশে ফেরেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) সকালে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন রঙিন পোশাকের এই টাইগার-অধিনায়ক।

মিরপুরের জিমনেশিয়ামে বেশ কিছুক্ষণ ঘাম ঝড়ান মাশরাফি। দেশের বাইরে থাকায় কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিনগুলোতে খাকতে পারেননি তিনি। ২২ আগস্ট থেকে শুরু হয় দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প।

ছেলের চিকিৎসা ও পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে সপ্তাহখানেকের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও ছেলে সাহিলকে নিয়ে ১৮ আগস্ট ঢাকা ছাড়েন মাশরাফি।

উল্লেখ্য, আগামী নভেম্বরের আগে ম্যাচ খেলার সম্ভাবনা কম মাশরাফি বিন মর্তুজার। কেননা, মাশরাফি লংগার ভার্সন ক্রিকেট খেলছেন না অনেক দিন ধরেই। সেই সুবাদে নভেম্বরে বিপিএল মাঠে গড়ালে সেখানে হয়তো দেখা যাবে তাকে। আর আন্তর্জাতিক ম্যাচে মাশরাফিকে দেখা যাবে আগামী বছরের জানুয়ারিতে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসকে/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।