ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

থেমে নেই নারী ক্রিকেটারদের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
থেমে নেই নারী ক্রিকেটারদের অনুশীলন ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: নারী ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো হবে কি হবে না-এ নিয়ে সংশয় এখনও কাটেনি। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল সেদেশে সফর করার পর ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেলে চূড়ান্ত হতে পারে সফর।

শেষ অবধি পাকিস্তান সফর হোক বা না হোক সামনে নারী দলের প্রচুর খেল‍া।

তাইতো থেমে নেই সালমা-জাহানারাদের অনুশীলন। মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন চলছে টাইগ্রেসদের।
 
গত ৭ আগস্ট থেকে ২৬ ক্রিকেটারকে নিয়ে চলছে নিবিঢ় অনুশীলন। প্রথম দুই সপ্তাহ কেবল জিম আর ফিটনেস নিয়ে কাটালেও চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে ব্যাট-বলের কঠোর অনুশীলন। একেক দিন একেক বিভাগকে গুরুত্ব দিচ্ছেন টাইগ্রেসদের হেড কোচ চ্যাম্পিকা গামাগে।

গতকাল (২৪ আগস্ট) পেস বোলারদের নেটে দীর্ঘক্ষণ বোলিং করিয়েছেন। আজ (২৫ আগস্ট) অবশ্য টপঅর্ডার ব্যাটসম্যানদের নিয়েই বেশি কাজ করা হয়েছে। ব্যাটসম্যানরা ডিফেন্স, স্ট্রেইট ড্রাইভ আর কাট শট নিয়ে বিশেষ কাজ করেছেন সালমা-শুকতারা-শারমিন-জান্নাতুলরা। সেই সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিং নিয়ে হয়েছে অনুশীলন।   

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না নারী দলের। আগামী অক্টোবরে অবশ্য ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফর করবে। হোম সিরিজ শেষে নভেম্বরের শেষ দিকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে ব্যাংকক যাবে টাইগ্রেসরা।

এসব ম্যাচের আগে পাকিস্তান সিরিজ যোগ হলে খেলা আরও বাড়বে নারী দলের। নিরাপত্তা পর্যবেক্ষণ দলের সবুজ সংকেত পেলে পাকিস্তান মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা সালমা-জাহানারা-রুমানাদের।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।