ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কাতারেই হচ্ছে পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কাতারেই হচ্ছে পাকিস্তান সুপার লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ফ্রাঞ্চাইজিভিত্তক পাকিস্তান সুপার লিগ। পাঁচটি দলের অংশগ্রহনে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি ফেব্রুয়ারির ৪ থেকে ২৪ তারিখের মধ্যে হবে বলে জানিয়েছেন পিসিবি’র প্রধান নির্বাহী নাজাম শেঠি।



টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে পাকিস্তানের পাঁচটি প্রদেশের রাজধানীর নামে। দলগুলো হলো, লাহোর, করাচি, পেশোয়ার, কুয়েতা ও ইসলামাবাদ। দলগুলোর প্রাইজমানি ধরা হয়েছে এক মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে পিসিবি চেয়েছিল আসরটি সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করতে। তবে সে সময় অবসর প্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আমিরাতে মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হবে। তাই কাতারে লিগটি করার ব্যাপারে আশা প্রকাশ করেছিল পিসিবি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।