ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শক্তিশালী ‘এ’ দল গঠনে আলাদা ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
শক্তিশালী ‘এ’ দল গঠনে আলাদা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে সরাসরি গড়া হতো ‘এ’ দল। এবার অবশ্য ‘এ’ দল গঠনে বৈচিত্র্য আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাইপলাইনে প্রচুর ক্রিকেটার থাকায় এবার ‘এ’ দল নির্বাচনের আগে আলাদা একটি ক্যাম্প করবে বিসিবি। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা স্কোয়াড বেছে নেওয়া হবে। ক্যাম্পে সুযোগ পাবেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্রিকেটাররাও।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এ সময় তিনি জানান, ‘এলিট ক্যাম্প থেকেই শুধু ‘এ’ দল গঠন হবে না। আমাদের হাইপারফরম্যান্স একটি ইউনিট রয়েছে। যেখানে অনেক খেলোয়াড় আছে, তারা অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে আমরা শক্তিশালী একটি ‘এ’ দল গঠন করার চেষ্টা করছি। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের এবং একদিনের; এই দুই ফরম্যাটেই খেলা রয়েছে। এসব মাথায় রেখেই আমরা চেষ্টা করছি, শক্তিশালী একটি ‘এ’ দল তৈরি করার। ’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অতীতে জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের নিয়েই আমাদের ‘এ’ দল গঠন করতে হতো। এখন আমাদের অনেক খেলোয়াড় আছে একটি পরিপূর্ণ ‘এ’ দল তৈরির জন্য। আমরা জাতীয় দলের ব্যাকআপ দেওয়ার জন্য সত্যিকারের একটি ‘এ’ দল গঠন করব। ’

দেশের শীর্ষ ২৭ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে চলছে কন্ডিশনিং ক্যাম্প। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট-স্কোয়াড ঘোষণা হয়ে গেলে সেখান থেকে বাদ পড়া ক্রিকেটার ও হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে ‘এ’ দলের ক্যাম্প। সে ক্যাম্প থেকেই বাছাই করা হবে চূড়ান্ত ‘এ’ দল-যারা আগামী অক্টোবরে ৩৬ দিনের সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা যাবে।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ‘এ’ দলের। সেখানকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল টাইটানের বিপক্ষে একটি তিন দিনের ও দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে ‘এ’ দল। এরপর দল যাবে জিম্বাবুয়ে সফরে।   সেখানে স্বাগতিকদের ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ  খেলে ২১ নভেম্বর দেশে ফেরার কথা বাংলাদেশ ‘এ’ দলের।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।