ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাইলফলকের অপেক্ষায় ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
মাইলফলকের অপেক্ষায় ইউনিস সংগৃহীত

ঢাকা: বয়স ৩৭ হলেও ক্রিকেট থেকে এখনো অবসরের চিন্তা নেই ইউনিস খানের। বরং নতুন মাইলফলক গড়ার দিকেই দৃষ্টি রাখছেন পাকিস্তানের এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

রাখবেনই বা না কেন। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগটা ক’জনই বা পান।

আর ১,১৮৬ রান করলেই টেস্ট ক্রিকেটে দশ হাজারি রানের ক্লাবে প্রবেশ করবেন ইউনিস। এখন পর্যন্ত ১০১ টেস্টের ১৮০ ইনিংসে ব্যাট করে ৮,৮১৪ রান করেছেন। ২৯টি ফিফটির পাশাপাশি রয়েছে ত্রিশটি শতক।

টেস্টে পাকিস্তানের হয়ে কোনো ব্যাটসম্যানই ১০ হাজার রান করতে পারেননি। সর্বোচ্চ ৮,৮৩২ রান করেছেন জাভেদ মিয়াঁদাদ। তার চেয়ে তিন রান কম করে ইউনিসের উপের অবস্থান করছেন ইনজামাম উল হক। তবে, স্বদেশী কিংবদন্তিরদের ছাড়িয়ে যেতে ইউনিসের চাই আর মাত্র ১৯ রান।

এক সাক্ষাৎকারে ইউনিস বলেন, ‘পাকিস্তানের হয়ে বিশেষ কিছু করার ইচ্ছাটা সব সময়ই থাকে। এ মুহূর্তে জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা আমার স্বপ্ন। এ লক্ষ্যে পৌঁছাতে পারলে তা হবে অসাধারণ কীর্তি। আমি আত্মবিশ্বাসী যে তা আমি করতে পারব। ’

অবসর প্রসঙ্গও তুলে ধরেন ইউনিস। ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সম্প্রতি সাঙ্গাকারা ও মাইকেল ক্লার্কের অবসরে অনেক মাতামাতি হচ্ছে। কিন্তু আমি নিজের ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে চাই। এখনো আমার ভালো খেলার সামর্থ্য আছে। যখন পারব না তখন নিজে থেকেই অবসর নেব। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।