ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাদের দেখে অনুপ্রাণিত মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
তাদের দেখে অনুপ্রাণিত মাহমুদউল্লাহ ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: কারও হাত নেই, কারও নেই পা। অথচ ক্রিকেট মাঠে অদম্য তারা।

শারীরিক অক্ষমতা সত্ত্বেও চলছে তাদের ক্রিকেট-জয়ের যুদ্ধ। মনের শক্তি দিয়েই মাঠে আপ্রাণ লড়াই করেন তারা। শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের এমন প্রয়াস দেখে রীতিমতো অবাক জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্রিকেট মাঠে তাদের অদম্য দেখে জাতীয় দলের হয়ে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার।

শুক্রবার (২৮ আগস্ট) মিরপুরের একাডেমি মাঠে আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যৌথভাবে আয়োজন করে শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ। এ সময় বিশেষ অতিথি হয়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ তার অনুভূতির কথা সাংবাদিকদের জানান, ‘খুবই ভালো লাগছে এখানে থাকতে পেরে। তাদের খেলা দেখে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত, যাতে করে আগামীতে আরও ভালো করা যায়। ’

তিনি আরও যোগ করেন, ‘খেলার মাঝে তাদের সক্রিয়তা আমাকে অবাক করেছে। এমন এক উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। ’

সিক্স-এ-সাইড ফরম্যাটে প্রীতি ম্যাচটি মাঠে গড়ায়। আর তাতে গাজীপুর ওয়ারিয়র্স ১৫ রানে ঢাকা এভেনজার্সকে পরাজিত করে। আগে ব্যাট করে ঢাকা এভেনজার্সকে ৬৫ রানের টার্গেট দেয় গাজীপুর ওয়ারিয়র্স। জবাবে ৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা এভেনজার্স।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।