ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যামিলটনের অনারারি অ্যাম্বাসেডর হলেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
হ্যামিলটনের অনারারি অ্যাম্বাসেডর হলেন ভেট্টোরি

ঢাকা: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি হ্যামিলটন শহরের অনারারি অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। হ্যামিলটন সিটি কাউন্সিলে ভেট্টোরিকে নতুন দায়িত্ব দিয়ে শহরের মেয়র জুলি হার্ডাকার এ ঘোষণা দেন।



৩৬ বছর বয়সী ভেট্টোরি নতুন দায়িত্ব পাওয়ার সংবাদ শুনে বলেছেন, হ্যামিলটন সিটির কাউন্সিলে আমাকে সম্মানসূচক রাষ্ট্রদূত (অনারারি অ্যাম্বাসেডর) হিসেবে ঘোষণা দেওয়ায় গর্ব অনুভব করছি। আমি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত। এজন্য হ্যামিলটনের সকল নাগরিককে এবং নর্দান ডিস্ট্রিক্টস ক্রিকেটকে ধন্যবাদ জানাই। আমার ক্রিকেট ক্যারিয়ারকে আর সম্মাননা প্রদানে যারা সমর্থন দিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

মাত্র ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের জাতীয় দলে টেস্টে অভিষেক ঘটে ভেট্টোরির। এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি কিউইদের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা এ তারকার। ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর এই অলরাউন্ডার ক্রিকেটকে বিদায় জানান।

কিউইদের হয়ে ভেট্টোরি সাদা পোশাকে মাঠে নামেন ১১৩টি ম্যাচে। যেখানে তিনি ২৩টি অর্ধশতক আর ৬টি শতক নিয়ে রান করেছেন ৪,৫৩১। আর ইনিংসে ২০বার ৫ উইকেট নিয়ে মোট উইকেট দখল করেছেন ৩৬২টি। ওয়ানডেতে দেশের হয়ে ২৯৫ ম্যাচ খেলা ভেট্টোরি রান করেছেন ২,২৫৩। এই ফরমেটে তার উইকেট সংখ্যা ৩০৫টি। মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কৃতীত্ব রয়েছে হ্যামিলটনের নবনিযুক্ত অনারারি অ্যাম্বাসেডর ভেট্টোরির।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।