ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
অজিদের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক স্মিথ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ২৩ রানের জয় পায় অজিরা।

আর এ ম্যাচটি দলের মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দুর্বলতা খুঁজে পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বেলফাস্টে আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস মিলে ১৩৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। তবে ওপেনারদের অনুসরণ করে পরের ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি।

ম্যাচে বৃষ্টি বাধা দেওয়ার আগে অজিরা ৪০.২ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২২ রান করে। ওপেনাররা ভালো করলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। নতুন দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ২১ রান। অন্যদিকে জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি।

এদিকে সফরকারীদের ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা রাখেন বোলাররা। তবে স্মিথ বিশ্বাস করেন লম্বা সময় টেস্ট ক্রিকেট খেলার পর মিডলঅর্ডার ব্যাটসম্যানদের আরো ভালো করা উচিৎ। যদিও বেইলি ও ম্যাক্সওয়েল সাদা পোশাকের ক্রিকেটে ছিলেন না।

আইরিশদের বিপক্ষে অভিষিক্ত বার্নসের প্রতিও সন্তুষ্ট স্মিথ। বার্নসের ব্যাট থেকে ‍আসে ৬৯ রান। স্মিথ জানান, অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সে ভারতে ভালো খেলেছে। আর ওয়ানডেতে ভালো খেললে টেস্ট ক্রিকেটেও তাকে নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।