ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শারীরিক প্রতিবন্ধীদের দল ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
শারীরিক প্রতিবন্ধীদের দল ঘোষণা করেছে বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বুধবার (০২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এ টুর্নামেন্টটি।



পাঁচ দেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশ বাদে অন্য চারটি দল হল ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সেখানে জানানো হয় টুর্নামেন্টের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় টুর্নামেন্ট উদ্বোধনের পর সকাল ১১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। এ আসরে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এ ধরনের টুর্নামেন্ট এবারই প্রথম হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে এই আয়োজনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
 
১৫ সদস্যের দল ঘোষণা হলেও এখনও অধিনায়ক নির্বাচন করা হয়নি।

বিসিবি টি-টোয়েন্টি স্কোয়াড: এসএম শাহরিয়ার শামীম, মোহাম্মদ মনিরুজ্জামান, আমিন উদ্দিন, আলম খান, অপূর্ব পাল, ধ্রুপম তীর্থ, সুজাজুল ইসলাম, রিফাত হোসেন বাপ্পী, রাসেল শিকদার, মামুনুর রশীদ, সানা উল্লাহ, মোহাম্মদ নাসিম, জাহিদ হাসান, শরীফুল ইসলাম, ফয়সাল খান সুমীত।
 
অপেক্ষমান: শাওন মাহমুদ, সুজন দেবনাথ, শফিউল ইসলাম খান।
 
টিম অফিসিয়াল: মাসুদ হাসান (কোচ ও ম্যানেজার), রাশেদ ইকবাল (সহকারী কোচ), রায়হান গাফ্ফার সায়মন (ফিল্ডিং কোচ) এবং কাজী এমদাদুল হক (ফিজিও)।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।