ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মরগান-স্মিথের ব্যাটিং তাণ্ডব, জয় ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
মরগান-স্মিথের ব্যাটিং তাণ্ডব, জয় ইংলিশদের ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। কার্ডিফের সোফিয়া গার্ডেনের ম্যাচে অজিদের ৫ রানে হারায় ইয়ন মরগানের দল।

ইংলিশ দলপতি ইয়ন মরগানের পর অজি দলপতি স্টিভেন স্মিথ ব্যাট হাতে ক্রিজে তাণ্ডব চালান।

টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ইংলিশরা ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে অজিরা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলতে সক্ষম হয়।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান আসে দলপতি মরগানের ব্যাট থেকে। মাত্র ৩৯ বল মোকাবেলা করে ৭৪ রান করেন মরগান। ইংলিশ দলপতির ইনিংসে ছক্কা ছিল সাতটি আর চার ছিল তিনটি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন তিন নম্বরে নামা মঈন আলি। ৪৬ বল খেলে অপরাজিত থেকে ৬টি চার আর ৩টি ছক্কায় মঈন আলি তার ইনিংসটি সাজান। মরগানের সঙ্গে ১৩৫ রানের জুটিও গড়েন মঈন আলি।

এছাড়া ওপেনার জ্যাসন রয় ১১, অ্যান্ড্রু হেলস ৩, জোস বাটলার ১১ রান করেন।

অজিদের হয়ে আট বোলার হাত ঘোরান। ৪ ওভারে ২৫ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন প্যাট কামিন্স। মিচেল স্টার্ক, কোল্টার-নাইন একটি করে উইকেট পান। এছাড়া, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অভিষিক্ত মার্কাস, শেন ওয়াটসন আর ক্যামেরুন কোনো উইকেট নিতে পারেননি।

১৮৩ রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১২ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন বিদায় নেন। সেখান থেকে স্টিভেন স্মিথ আর ম্যাক্সওয়েল ১১২ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন।

স্মিথের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯০ রান। উইলির বলে বিলিংগসের তালুবন্দি হওয়ার আগে ৫৩ বলে অজি দলপতি ৭টি চার আর ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান। ম্যাক্সওয়েল খেলেন ৪৪ রানের ইনিংস। তার ৩২ বলের ছোট ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কা।

দলকে ভালো অবস্থানে রেখে স্মিথ, ম্যাক্সওয়েল বিদায় নিলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি মিচেল মার্শ, মার্কাস, ম্যাথু ওয়েডরা। মার্শ ১৩, ওয়েড ২ রান করে সাজঘরে ফেরেন। মার্কাস ১০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য স্টোকসের করা শেষ ওভারে অতিথিদের ১২ রান প্রয়োজন ছিল। সে ওভারে ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্স রান আউট এবং কোল্টার-নাইল ক্যাচ দিয়ে আউট হলে ৫ রানের পরাজয় মেনে নিতে হয় অজিদের।

১৭৭ রানে অজিদের ইনিংস থামাতে উইলি নেন দুটি উইকেট। মঈন আলি এক ওভার বল করে তিন রানে একটি উইকেট তুলে নেন। বেন স্টোকস, স্টিভেন ফিন আর অভিষিক্ত রিস নেন একটি করে উইকেট।

ম্যাচ সেরা নির্বাচিত হন ইংল্যান্ডের মঈন আলি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।