ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জরিমানা গুনবেন ইশান্ত-প্রশাদ-চান্দিমাল-থিরিমান্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জরিমানা গুনবেন ইশান্ত-প্রশাদ-চান্দিমাল-থিরিমান্নে ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে রাগান্বিত মনোভাব দেখানোর জন্য জরিমানা গুনবেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা ও শ্রীলঙ্কান ক্রিকেটার ধামিকা প্রশাদ, দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে। কলম্বো টেস্টের চতুর্থ দিনে মাঠে বিতর্কে জড়িয়ে পড়েন ইশান্ত, প্রশাদ ও চান্দিমাল।



ওপরের চার ক্রিকেটারের কি ধরনের জরিমানা হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে আইসিসি টুইটারে জানিয়েছে, এই টেস্টে শেষেই বিস্তারিত জানানো হবে। এদিকে তিন জনের ব্যাপারে জানা গেলেও থিরিমান্নের কি কারণে জরিমানা হচ্ছে তা প্রকাশ্য নয়।

চতুর্থ দিনের শেষ সেশনে ইশান্ত ব্যাটিং করা অবস্থায় প্রশাদ বেশ কয়েকবার তাঁকে লক্ষ্য করে বাউন্সি বল দেন। আর এতেই চটে যান ইশান্ত। হেলমেটে হাত দেখিয়ে তিনি প্রশাদের কাছে জানতে চায়, মাথায় আঘাত করতে চাইছ কেন।

এমন সময় পিচে দৌড়ে আসেন চান্দিমাল। আর ইশান্তের ঘাড়ে মাথা ঠেকিয়ে রাগান্বিত হয়ে কিছু বলেন।

এদিকে পরবর্তীতে বল করতে আসা ইশান্ত উপল থারাঙ্গা ও থিরিমান্নেকে আউট করার পর বেশ চওড়া হয়ে যান।

এর আগে দু’দলের দ্বিতীয় টেস্টেও ইশান্ত আচরণ বিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ৬৫ শতাংশ জরিমানা গুনেছিলেন। সেই সঙ্গে থিরিমান্নে আউট হওয়ার পর আম্পায়ারারের সিদ্ধান্তে বিতর্ক করলে তাকেও ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।