ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিবন্ধীদের ক্রিকেটে আইসিসি’র আগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
প্রতিবন্ধীদের ক্রিকেটে আইসিসি’র আগ্রহ

ঢাকা: পাঁচটি দেশের প্রতিবন্ধী ক্রিকেটারদের অংশগ্রহণে বুধবার (০২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি তিনটি দল হলো:  ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

পাঁচ জাতির এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের ম্যাচগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে আইসিসি থেকে পরিদর্শক পাঠানো হচ্ছে।

পরিদর্শক হিসেবে আসবেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে এশিয়ান ক্রিকেট ‍কাউন্সিলের (এসিসি) ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে আইসিসি আগ্রহ প্রকাশ করেছে। তারা টুর্নামেন্ট পরিদর্শনে একজন প্রতিনিধি পাঠাবে। পরিদর্শক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে পাঠাবে তারা। ’

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বিসিবি ও বিকেএসপির সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। ১০ সেপ্টেম্বর বিকেএসপিতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।