ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতির কাছে ক্ষমা চাইলেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
জাতির কাছে ক্ষমা চাইলেন আমির মোহাম্মদ আমির

ঢাকা: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন মোহাম্মদ আমির। তবে ঘরোয়া লিগে খেলা এ তারকার এবারের লক্ষ্য পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন।

নতুন করে আবারো শুরু করতে যাওয়া আমির জাতির কাছে ক্ষমা চেয়েছেন।

ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১৪ টেস্টে ৫০ উইকেট নেওয়া আমির বর্তমানে জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ঘরোয়া লিগের পাশাপাশি নেট বোলিংয়েও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এ বাঁহাতি ফাস্ট বোলার।

২০১০ সালে ফিক্সি কেলেঙ্কারিতে জড়ানো আমির অবশ্য নিজ সমর্থকদের কাছে বেশ অনুতপ্ত। পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর স্পোর্টসমেইলকে দেওয়া পূর্ণাঙ্গ এক সাক্ষাতকারে আমির বলেন, ‘বিগত দিনের ঘটনার জন্য আমি ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা আমার কাজের জন্য হতাশ হয়েছেন। আর আমি আমার জাতির কাছেও ক্ষমাপ্রার্থী। ’

২৩ বছর বয়সী এ তারকা ‍আরো বলেন, ‘আমি প্রত্যেককে এ ঘটনার জন্য লজ্জা দিয়েছি। তবে সততা ও গর্বের সঙ্গে আবারও ফিরে আসবো। সবার মাথা আবারো উচুঁ করতে চাই। আর পাকিস্তান দলের হয়ে ফের প্রতিনিধিত্ব করতে চাই। ’

ক্রিকেট বিশ্বে মাত্র ১৮ বছর বয়সে আগমনের পর হইচই ফেলে দিয়েছিলেন আমির। সে সময় তাকে তুলনা করা হয়েছিল দেশটির সাবেক তারকা ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের সঙ্গে। তবে ২০১০ সালে লর্ডস টেস্টে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে সমর্থকদের আশা ভঙ্গ করেন তিনি।

এদিকে চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আর এ সিরিজের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফেরার আশা করছেন আমির।

২০১৬ সালে দীর্ঘ পাঁচ বছর পর ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। যেখানে হয়ত সেই লর্ডস টেস্টে ইংলিশদের বিপক্ষে আবারো মাঠে দেখা যাবে মুক্ত আমিরকে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।