ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল

আর্থিক নিশ্চয়তা দিতে চায় আরও পাঁচ ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
আর্থিক নিশ্চয়তা দিতে চায় আরও পাঁচ ফ্র্যাঞ্চাইজি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে আর্থিক নিশ্চয়তা দিতে চায় নতুন ও পুরনো মিলে আরও পাঁচটি প্রতিষ্ঠান। এবারের আসরে দল নিতে প্রাথমিকভাবে ১৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও নির্ধারিত সময়ে অর্থ সংক্রান্ত নিশ্চয়তা দেয় পাঁচটি প্রতিষ্ঠান।


 
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন করে নতুন চারটি ও পুরনো একটি প্রতিষ্ঠান। সে আবেদন বিবেচনায় রেখেছে বিসিবি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নাজমুল হাসান। তিনি বলেন, ‘নির্ধারিত সময় ৩০ আগস্টের মধ্যে পাঁচটি টিম পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। দুটো কোম্পানী আমাদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিল সময় বাড়াতে। এর পর আরও দুইজন চিঠি দিয়েছে ওরা তখন বিদেশে ছিল। তারাও সুযোগ চায়। এখনও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া পুরোনো আছে একটা। সবমিলে আপাতত পাঁচটা। ’
 
নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিকে আর্থিক নিশ্চয়তা না দেওয়ার পরও তাদের নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।   ৪ সেপ্টেম্বর এ ব্যাপারে আমার সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। তখনই বিস্তারিত জানাতে পারবো কয়টি টিম হচ্ছে। ’
 
তিনি আরও জানান, প্রয়োজনে পাঁচটা দল নিয়েই আমরা বিপিএল করতে পারবো। আমাদের পরিকল্পনা ছিল ছয়টা টিম নিয়ে করার। ’

উল্লেখ্য, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর পে-অর্ডারের এক কোটি ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবিতে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে আর্থিক নিশ্চয়তা দেয় পাঁচটি প্রতিষ্ঠান। এগুলো হলো-ডিবিএল গ্রুপ,  ঢাকা ডিনামাইটস  (বেক্সিমকো), এক্সিওম টেকনোলজিস, আই স্পোর্টস লিমিটেড (রংপুর), রয়্যাল স্পোর্টিং লিমিটেড (সিলেট)।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।