ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দলের পাকিস্তান সফর

৫ সেপ্টেম্বর যাচ্ছে নিরাপত্তা পর্যবেক্ষক দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
৫ সেপ্টেম্বর যাচ্ছে নিরাপত্তা পর্যবেক্ষক দল ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে দেশটিতে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল। ৫ সেপ্টেম্বর চার সদস্যের প্রতিনিধি দলটি পাকিস্তান সফরে যাবেন।

পাকিস্তান থেকেও যোগ হবেন আরও একজন। পাঁচজনের টিমটি লাহোর ও করাচির বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। তাদের প্রতিবেদনের উপর নির্ভর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিষয়টি।   
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আগামী পাঁচ তারিখ সিকিউরিটি টিম পাকিস্তান যাচ্ছে। ওদের সঙ্গে আজই আমার কথা হয়েছে। করাচি আর লাহোর-যেখানে খেলা হওয়ার সম্ভাবনা আছে সেখানের প্রত্যেকটা জিনিস তারা দেখবেন। বিমানবন্দরে নামার পর থেকে ফেরত আসা পর্যন্ত পুরো সিকিউরিটি ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন এবং আমাদের জানাবেন। ’ 

নিরাপত্তা পর্যবেক্ষক দল ঘুরে আসার পর ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেলেই কেবল পাকিস্তান সফর করবে বাংলাদেশের মেয়েরা। সফর নিশ্চিত হলে পাকিস্তানের সঙ্গে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা সালমা-জাহানারা-শুকতারাদের।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসকে/এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।