ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই দিন পেছাল আইসিআরসি প্রতিবন্ধী ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
দুই দিন পেছাল আইসিআরসি প্রতিবন্ধী ক্রিকেট ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈরী আবহওয়ার কারণে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পাঁচ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি।

বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হওয়া বধুবারের (০২ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচটি নতুন করে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বুধবার সকালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক বাংলাদেশের। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। পরে সবগুলো দলের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি নতুন করে আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। সেই সঙ্গে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ-ইংল্যান্ড উদ্বোধনী ম্যাচটি আগামী শুক্রবার (৪  সেপ্টেম্বর) বিকেএসপির মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার উদ্বোধনী ম্যাচ মাঠে না গড়ালেও টুর্নামেন্ট উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।   বেলা ১১টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান কিস্ট্রিন চিপোলা প্রমুখ।

উল্লেখ্য, যুব  ও ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি এবং বিকেএসপি’র সহযোগিতায় পাঁচ জাতির আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি তিনটি দল হলো:  ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।   প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে বহুজাতিক টুর্নামেন্ট বিশ্বে প্রথমবারের মতো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।