ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ইংল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি ‍আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।



এর আগে গত ০২ জুন উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। নতুন সূচি ‍অনুযায়ী একদিনের বিরতি শেষে শুক্রবার উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ায়। সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হয়।

সাভারে অবস্থিত বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ইংলিশদের ১১৮ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয় টাইগাররা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১০৩ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৩ রান করেন চার নম্বরে ব্যাটিংয়ে নামা ফ্লিন। এছাড়াও গুডউইন ৩১ ও ওপেনার হ্যামন্ড ১৭ রান করেন।

বাংলাদেশের হয়ে তীর্থ তিনটি উইকেট লাভ করেন। এছাড়াও সিকদার, আলম খান, মনিরুজ্জামান ও কুমার একটি করে উইকেট লাভ করেন।
Bangladesh
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস উপহার দেন অপূর্ব কুমার পাল। অধিনায়ক আলম খান ১৯, তীর্থ ১৭, মনিরুজ্জামান ১৪ ও হাসান ১০ রান করেন।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্লিন। ড্যানিয়েল হ্যাম, ব্রিজ, রেক্সনান্দো ও হ্যামন্ড একটি করে উইকেট লাভ করেন।

দিনের অপর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে দুই বল বাকি থাকতে ১১৮ রানে আফগানদের ইনিংস গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ উল্লাহ। পাকিস্তানের হয়ে উমাইজ উর রহমান চার ওভারে ১২ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন।

চার ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাকিস্তান।   ওপেনিং জুটিতেই ৭৬ রান তোলেন মাতলুব কুরেশি ও হাসনাইন আলম। দলীয় অধিনায়ক হাসনাইন ৩৫ রানে আউট হলেও ৫৫ রানে অপরাজিত থেকে টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নেন কুরেশি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।