ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্ষতিপূরণ পাচ্ছে অঙ্কিতের পরিবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ক্ষতিপূরণ পাচ্ছে অঙ্কিতের পরিবার ছবি: সংগৃহীত

ঢাকা: গত ২০ এপ্রিল কলকাতার তরুণ ক্রিকেটার অঙ্কিত কেশরির মৃত্যু ঘটে। এবার প্রয়াত অঙ্কিতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ রুপি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অচিরেই পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (ক্যাব) চেক হস্তান্তর করবে বিসিসিআই।

মাঠে সতীর্থের সঙ্গে ধাক্কা লাগার জের ধরে মাত্র ২০ বছর বয়সেই পড়লোক গমন করেন অঙ্কিত। গত ১৭ এপ্রিল কলকাতার ঘরোয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ফিল্ডিং করছিলেন অঙ্কিত। শেষ ওভারে ক্যাচ ধরতে গিয়ে বোলার সৌরভ মন্ডলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাড়ে আঘাত পাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমান অঙ্কিত।

দেরিতে হলেও অঙ্কিতের পরিবার ক্ষতিপূরণ পেতে যাচ্ছে। বিসিসিআই তাদের গ্রুপ বীমা পলিসি অনুযায়ী এই অর্থ দিচ্ছে। ইতোমধ্যেই বীমা কোম্পানী ভারতীয় ক্রিকেট বোর্ডের নিকট চেক হস্তান্তর করেছে। পরবর্তীতে ক্যাব’র নিকট তা প্রেরণ করা হবে।

বিসিআই’র গেম ডেভেলপমেন্ট ইউনিটের জেনারেল ম্যানেজার রত্নাকর শেঠি ইএসপিএন ক্রিকইনফো’কে বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষতিপূরণের বিষয়টি অঙ্কিতের বাবা রাজ কুমার কেশরিকে অবহিত করে বিসিআই’র গেম ডেভেলপমেন্ট ইউনিট। রাজ কুমার বলেন, ‘আমরা বীমার ব্যাপারে কিছুই জানতাম না। আমাদের কোনো ধারণাই ছিল না। এখন পর্যন্ত ক্যাব’র পক্ষ থেকে কেউই কিছু জানায়নি। আমরা বিসিসিআই’র কাছে কৃতজ্ঞ। ’

এর আগে অঙ্কিতের পরিবারকে ক্যাব ও কলকাতা নাইট রাইডার্স ১০ লাখ রুপি ও ইস্ট বেঙ্গল পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা দেয়।

এদিকে, ক্যাব’র সেক্রেটারি সুবীর গাঙ্গুলি বলেন, ‘আমিও বিসিসিআই’র গ্রুপ বীমা পলিসির বিষয়টি শুনেছি। আমরা আশা করছি, কয়েকদিনের মধ্যেই চেকটি হাতে পাব। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।