ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রামদিনের পরিবর্তে অধিনায়ক হোল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
রামদিনের পরিবর্তে অধিনায়ক হোল্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে দিনেশ রামদিনের পরিবর্তে জেসন হোল্ডারকে অধিনায়ক করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচক প্যানেলের বোর্ড মিটিংয়ে বুধবার (০২ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।



উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড মনে করেন, এটাই পরিবর্তনের সেরা সময়। আর ২৩ বছরের এ অলরাউন্ডার তরুণ ওয়েস্ট ইন্ডিজ দলকে ভালো ভাবেই এগিয়ে নেবেন বলে লয়েডের বিশ্বাস।   

এর আগে হোল্ডারকে ২০১৪ সালের ডিসেম্বরে দলটির ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল। তার নেতৃত্বেই উইন্ডিজ ২০১৫ ওডিআই বিশ্বকাপ খেলেছিল। তবে অতিরিক্ত চাপ বহন যে না করতে হয় সেজন্য হোল্ডারকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হবে না জানিয়েছেন লয়েড।

আগামী ১ অক্টোবর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে দলটি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:  জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, রাজিন্দ্রা চন্দ্রিকা, শেন ডোউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাহি হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেলর ও জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।