ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে থাকছে সহযোগি একটি দেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
এশিয়া কাপে থাকছে সহযোগি একটি দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছে আইসিসি’র সহযোগি একটি দেশ। তবে চলতি বছরের নভেম্বরে চার দলের বাইছ পর্বের সেরা দলটি এ আসরে খেলতে পারবে।

এই চার দল হলো, আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ২০১৪ সালের এশিয়া কাপে আফগানিস্তান অংশগ্রহন করেছিল। সেবার ৫০ ওভারের সেই আসরে দলটি দারুণ পারফরম্যান্সও করেছিল। আর ২০১৬ এশিয়া কাপেও পাঁচ দল অংশগ্রহন করবে। আসরটি ২০১৬ সালে মার্চের ১ থেকে ১০ তারিখের মধ্যে সম্পন্ন হবে। যা টি-২০ বিশ্বকাপের অল্প কিছু দিন আগে।

এশিয়া কাপে পঞ্চম দল নিশ্চিত করতে বাছাই পর্বটি নভেম্বরে অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে এখনও নির্দিষ্ট কোন সময় জানা যায়নি। এশিয়া কাপের অন্য চারটি দল হলো, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।