ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল

ঢাকা: প্রায় ১৫ দিনের সফরে আগামী সপ্তাহেই ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।

সফরে তিনটি ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ভারতের ‘এ’ দল। অপর তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের এই সূচির কথা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ম্যাচ হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর।

২২ সেপ্টেম্বর শুরু হবে প্রথম তিনদিনের ম্যাচ, প্রতিপক্ষ কর্ণাটক। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি।

প্রসঙ্গত,ভারত সফর শেষে আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ‘এ দল।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসকে/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।